দেশজুড়ে

বরের আগেই ম্যাজিস্ট্রেট হাজির, খাবার রেখেই পালাল মেহমান

  প্রতিনিধি ৮ জুলাই ২০২১ , ৮:৩২:৩৮ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

বিয়ে বাড়িতে ধুমধাম করে চলছে ভূরিভোজ। ঘড়িতে সময় তখন দুপুর ১টা। সরগরম বিয়েবাড়ির উঠান। কেউ খেয়ে চলে গেছেন, কেউ খাচ্ছেন আর কেউ খাওয়ার অপেক্ষায়। আবার কেউ খোঁজ নিচ্ছেন, বর আসবেন কখন? ঠিক এমন সময়ই ঘটনাস্থলে ম্যজিস্ট্রেটের গাড়ি। খাওয়া ফেলে যে যার মত পালিয়ে, মুহূর্তেই শুনশান নীরবতায় বিয়ে বাড়ি।

আজ বৃহস্পতিবার এরকম চিত্র ফুটে উঠেছে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড মুন্সিপারায় এক বিয়ে বাড়িতে। কঠোর লকডাউনে সরকারি বিধি-নিষেধ অমান্য করে প্রায় ৬০০ মানুষের খাবারের ব্যবস্থাসহ বিয়ের অনুষ্ঠানের আয়োজন করায় কনের বাবকে আট হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন।

সন্দ্বীপ উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং দেখি তারা ডেকোরেশন করে প্রায় ৬০০ মানুষের খাবারের আয়োজন করেছেন। কনের বাবাকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনসমাগম পরিহার করে কাজী ডেকে বিয়ে সম্পন্ন করার জন্যে মেয়ের বাবাকে বলা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by