দেশজুড়ে

বাগেরহাটে অগ্নিকাণ্ডে মশার কয়েল কারখানা পুড়ে ছাই

  প্রতিনিধি ৬ মার্চ ২০২৪ , ৭:১১:২২ প্রিন্ট সংস্করণ

বাগেরহাটে অগ্নিকাণ্ডে মশার কয়েল কারখানা পুড়ে ছাই

বাগেরহাট শহরের দড়াটানা সেতু সংলগ্ন নারকেলের আচা দিয়ে মশার কয়েল তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুনে কারখানাটি সম্পূর্ণ পুড়ে গেলেও কর্মরত ২৫ শ্রমিক সবাই নিরাপদ রয়েছে। বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করেছে ফায়ার সার্ভিস। বাগেরহাট ফায়ার সাভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: সাহাবুদ্দিন জানান, শহরের দড়াটানা ব্রিজ এলাকায় নারকেলের আচা গুড়া করা কারখানায় আগুনের খবর শুনে আমাদের দুটি ইউনিট তড়িৎ গতিতে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

প্রায় আধাঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিক ধারণা করছি বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এই ঘটনায় কেই হতাহত হয়নি। কারখানার মালিক আলআমিন হোসেন, দুপুরে শ্রমিকরা টিফিনে গেলে আগুন দেখে স্থানীয় লোকজন ডাক চিৎকার শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এর লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কারখানাটি পুড়ে ছাই হয়ে যায়।

আরও খবর

Sponsered content

Powered by