দেশজুড়ে

বাগেরহাটে উদ্যোক্তা উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৪ , ৭:২২:৪৭ প্রিন্ট সংস্করণ

বাগেরহাটে উদ্যোক্তা উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা, চেক ও সনদপত্র বিতরণ করা হয়। সোমবার সকালে জাতীয় মহিলা সংস্থা বাগেরহাট জেলা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম। ।

জাতীয় মহিলা সংস্থা বাগেরহাটের চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত সনদপত্র বিতরণের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম, মহিলা অধিদপ্তরের উপপরিচালক সহেলা পারভিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মো. কাওছারউল হক।

এসময় প্রশিক্ষণ কর্মকর্তা ও বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণপ্রাপ্ত বিপুল সংখ্যক উদ্যোক্তা এতে অংশ নেয়। কর্মশালা শেষে ২০২২ – ২৩ অর্থ বছরের ৫টি ট্রেডের প্রশিক্ষণ প্রাপ্ত ১৫০ জন উদ্যোক্তাকে মোট ১৪ লক্ষ ৯৩ হাজার ৭ শত টাকার অনুদানের চেক প্রদান করা হয়। এছাড়া ২০২১ – ২২ অর্থ বছরে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত ৫ শত ৫০ জনকে সনদপত্র বিতরণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by