দেশজুড়ে

বাগেরহাটে গণপরিবহনে স্বাস্থ্যবিধি লংঘনের অভিযোগে ২৩টি মামলা

  প্রতিনিধি ৩ জুন ২০২০ , ৮:০৫:৪০ প্রিন্ট সংস্করণ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে গণপরিবহনে স্বাস্থ্যবিধি লংঘনের অভিযোগে ২৩টি মামলা ৩৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বাগেরহাটখুলনা মহাসড়কের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিনুজ্জামান জানান, করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে পরিবহন শ্রমিক যাত্রীদের মাস্ক পরাসহ বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে সরকার। কিন্তু সবাই তা মানছেন না।

স্বাস্থ্যবিধি না মানার কারণে পরিবহন শ্রমিক যাত্রীদের বিরুদ্ধে ২৩টি মামলা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এছাড়া ভ্রাম্যমাণ আদালত কয়েকজনকে ৩৪ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে।

আরও খবর

Sponsered content

Powered by