দেশজুড়ে

বান্দরবানে উচ্চ বিদ্যালয় ও জেলা শিক্ষা অফিস ভবনের ফলক উন্মোচন

  প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৩ , ৪:০৯:৪১ প্রিন্ট সংস্করণ

বান্দরবানে উচ্চ বিদ্যালয় ও জেলা শিক্ষা অফিস ভবনের ফলক উন্মোচন

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশে শিক্ষা প্রকৌশল এর মাধ্যমে নির্মিত ১২৫৯ টি নতুন ভবনের উদ্বোধন করেন।এরই ধারাবাহিকতায় বুধবার ১৫ই নভেম্বর সকালে বান্দরবানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অর্থায়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর,বান্দরবান এর বাস্তবায়নে নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের অধিনে প্রায় ২ কোটি ৮১ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত বালাঘাটা বিলকিস বেগম উচ্চ বিদ্যালয় এর ৪ তলা একাডেমিক ভবন এবং সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট পোগ্রাম প্রকল্পের অধিনে প্রায় ৩ কোটি ২৪ লক্ষ টাকা ব্যয়ে বান্দরবান জেলা শিক্ষা অফিসের ৫ তলা ভবন এর ফলক উন্মোচন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এসময় আরো উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা,অতিরিক্ত পুলিশ সুপার, শাহ্ আলম,জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ,পৌরসভার মেয়র,মোঃ সামসুল ইসলাম, জেলা পরিষদের সদস্য, লক্ষী পদ দাশ, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান, এলজিইডি নির্বাহী প্রকৌশলী, মোঃ জিয়াউল ইসলাম মজুমদার, জেলা শিক্ষা অফিসার, মোঃ ফরিদ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী পরিদর্শক মোঃ মেহবুর হাসান সহ বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা। 

এসময় মন্ত্রী শিক্ষার প্রসারে বর্তমান সরকারের আন্তরিকতার কথা তুলে ধরেন এবং পার্বত্য অঞ্চলে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান বৃদ্ধির দিকে সংশ্লিষ্টদের বিশেষ ভাবে নজর দেয়ার পরামর্শ দেন। 

আরও খবর

Sponsered content

Powered by