দেশজুড়ে

বান্দরবানে বিএনপির মানববন্ধন কর্মসূচি পালন

  প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২৩ , ৩:৫৫:২৮ প্রিন্ট সংস্করণ

বান্দরবানে বিএনপির মানববন্ধন কর্মসূচি পালন

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বান্দরবান জেলা বিএনপির উদ্দ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

রবিবার (১০ ডিসেম্বর)  সকালে জেলার মধ্যমপাড়া বাজার এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করে বান্দরবান জেলা বিএনপি।

এসময় বান্দরবান জেলা বিএনপির সভাপতি মিসেস মাম্যাচিং বক্তব্য রাখতে গিয়ে সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন দিক তুলে ধরেন বিরোধী দলকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেন,এসময় সাংবাদিকদের উপরো মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তিব্র নিন্দা জানান তিনি।

বর্তমান বাজারে পেয়াজ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূলের উর্ধগতির কথা তুলে ধরে বলেন জনগনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। 

 মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ,লুসাই মং,পৌর বিএনপির আহ্বায়ক,নুরুল ইসলাম,জেলা মহিলা দলের সাধারন সম্পাদক, এডভোকেট উম্যাসিং, কৃষকদলের সাধারন সম্পাদক অং জাই মারমা সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে জেলা বিএনপির অপর অংশ কেন্দ্রীয় কার্যনির্বাহী সম্পাদক সাচিং প্রু জেরীর নেতৃত্বে শহরের চৌধুরী মার্কেট এলাকয় পৃথকভাবে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের মানববন্ধন কর্মসূচি পালন করে। 

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি  অধ্যাপক ওসমান গনি, জেলা মহিলা দলের যুগ্ন আহ্বায়ক উম্মে কুলসুম সুলতানা লীনা, জেলা ছাত্রদলের সভাপতি আবু বকর সিদ্দিক সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন কর্মীবৃন্দ অনেকে ।

আরও খবর

Sponsered content

Powered by