দেশজুড়ে

শিশু বান্ধব জলবায়ু সহনশীল সমাজ গঠনে সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৪ , ৪:৪৮:৩০ প্রিন্ট সংস্করণ

শিশু বান্ধব জলবায়ু সহনশীল সমাজ গঠনে সভা অনুষ্ঠিত

বাগেরহাটের শরণখোলায় উপকূলীয় অঞ্চলে শিশুবান্ধব জলবায়ু সহনশীল সমাজ গঠনে জ্ঞান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০ উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগ্রত যুব সংঘ (জেজেএস) এ সভার আয়োজন করে। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ধনানজয় মন্ডল, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের শরণখোলা ম্যানেজার আলমগীর হোসেন মিরু, জেজেএস’র প্রকল্প ব্যবস্থাপক নবকুমার সাহা, মনিটরিং এবং ডকুমেন্ট অফিসার আব্দুর রহমান প্রমুখ।

সভায় স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত উদ্যোগ গ্রহণে উপকূলীয় শিশুদের অংশগ্রহণ বৃদ্ধিসহ অংশগ্রহণ মূলক পদ্ধতি, শিশু অধিকার, শিশু সুরক্ষা, শিশু নেতৃত্ব, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং জলবায়ু পরিবর্তন অ্যাডভোকেসি সম্পর্কিত কর্মী, সেচ্ছাসেবক ও শিক্ষকদের দক্ষতা উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by