বাংলাদেশ

‘বিএনপি-জামায়াতের সঙ্গে অতি বাম, তীব্র বাম, কঠিন বাম সব এক প্লাটফর্মে’

  প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২২ , ৫:০৯:৫৫ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

বিএনপির সঙ্গে বামপন্থী দলগুলোর যুগপাৎ আন্দোলনের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামাতসহ আরও কিছু পার্টি মিলে দাঁড়ালো। আরেকটি জিনিস খুব অবাক লাগে কোথায় লেফটিস্ট আর কোথায় রাইটিস্ট। যারা লেফটিস্ট তারা মনে হল ৯০ ডিগ্রী ঘুরে গিয়েছে। অর্থাৎ সেই জামাত বিএনপি তাদের সঙ্গে আমাদের বাম, অতি বাম, স্বল্প বাম, তীব্র বাম, কঠিন বাম সব যেন এক হয়ে এক প্লাটফর্মে।

প্রধানমন্ত্রী বলেন, ‘সত্যি সেলুকাস কী বিচিত্র এদেশ। সেকথাই মনে হয়, কোথায় তাদের নীতি আর আদর্শ, কোথায় কি’, বলেন তিনি।

তিনি বলেন, কী কারণে যারা খুনি, ১০ ট্রাক অস্ত্র চোরাকারবারি করে সাজাপ্রাপ্ত আসামী, গ্রেনেড হামলা করে আইভি রহমানসহ আওয়ামী লীগের নেতাকর্মী হত্যার বিচারের রায়ে দণ্ডিত আসামি, মানি লন্ডারিংয়ে সাজাপ্রাপ্ত, এতিমের অর্থ আত্মস্যাৎ করে যে দলের প্রধান সাজাপ্রাপ্ত আসামি তাদের নেতৃত্বে এত বড় বড় তাত্ত্বিক যারা এত বড় বড় কথা বলেন, এত কিছু করে তারা এক হয়ে যায় কীভাবে। কীভাবে এক হয়ে যায় সেটাই আমার প্রশ্ন।

আরও খবর

Sponsered content

Powered by