দেশজুড়ে

রংপুরে পরিবহন ধর্মঘট ডাকল মোটর মালিক সমিতি

  প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২২ , ৪:২৯:৪১ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

রংপুরে পরিবহন ধর্মঘট আহ্বান করেছে জেলা মোটর মালিক সমিতি। শুক্রবার ভোর ৬টা থেকে এ ধর্মঘট শুরু হবে। শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ধর্মঘট।

রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি এ কে এম মোজাম্মেল হক সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার ‍দুপুরে গণমাধ্যমে এ সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়।

মহাসড়ক থেকে তিন চাকার যানবাহন বন্ধসহ অন্যান্য দাবিতে এ ধর্মঘট আহ্বান করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

প্রসঙ্গত, শনিবার রংপুরে বিভাগীয় গণসমাবেশ আয়োজন করেছে বিএনপি। জ্বালানি তেল, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, নেতাকর্মীদের হত্যা, হামলা ও মামলার প্রতিবাদে এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সারাদেশের দশ বিভাগীয় শহরে গণসমাবেশের ডাক দেয় বিএনপি। এর মধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রংপুরে সমাবেশ সমাবেশ সফল করতে নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন। জেলা ও উপজেলা পর্যায়েও প্রস্তুতি সভাসহ সমাবেশে উপস্থিতি বাড়াতে প্রচারপত্র বিতরণ, জনসংযোগ, পথসভা করছেন নেতাকর্মীরা।

এর আগে বরিশালে বিএনপির গণসমাবেশের আগের দিন থেকে ধর্মঘটের ডাক দিয়েছিল বাস মালিক গ্রুপ।

আরও খবর

Sponsered content

Powered by