আন্তর্জাতিক

বিদ্রোহীদের হামলায় মিয়ানমারে ১০ পুলিশ সদস্য নিহত

  প্রতিনিধি ১০ এপ্রিল ২০২১ , ৬:৪৮:০৯ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

মিয়ানমারের জান্তা সরকারের বিরোধিতাকারী দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর হামলায় অন্তত ১০ পুলিশ সদস্যকে নিহত হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার (১০ এপ্রিল) দেশটির পূর্বাঞ্চলে এই হামলা চালানো হয়।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে। প্রতিদিনই মিয়ানমারের গণতন্ত্রকামী বিক্ষোভকারীরা জান্তা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছেন। আন্দোলনে নিরাপত্তা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত ৬৫০ জন নিহত হয়েছে।

এদিকে বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ না হলে গত মাসে সেনাবাহিনীর বিরুদ্ধে পাল্টা লড়াইয়ের হুমকি দেয় দেশটির তা’য়াং ন্যাশনাল লিবারেশন আর্মি, মিয়ানমার ন্যাশনালিটিজ ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আমি এবং আরাকান আর্মির (এএ)।

ওই গোষ্ঠী তিনটির এক বিবৃতিতে জানায়, শনিবার ভোরে শান প্রদেশের নংমোন পুলিশ স্টেশনে হামলা চালায় তাদের যোদ্ধারা। স্থানীয় সংবাদমাধ্যম শান নিউজ জানিয়েছে, এই হামলায় ১০ পুলিশ সদস্য নিহত হয়।  এদিকে থানায় হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি জান্তা সরকার।

আরও খবর

Sponsered content

Powered by