দেশজুড়ে

বিরলে কৃষকের তালিকা তৈরৈর জন্য উন্মুক্ত লটারি

  প্রতিনিধি ১৮ মে ২০২০ , ৭:১১:৩৯ প্রিন্ট সংস্করণ

বিরল (দিনাজপুর) প্রতিনিধি : চলতি বোরো মৌসুমে সরকারীভাবে কৃষকের নিকট থেকে ধান ক্রয়ের লক্ষ্যে উপজেলার ১২ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার মধ্যে ধান সরবরাহের কার্ডধারী কৃষকের কাছ থেকে সরকারিভাবে ধান সংগ্রহের কৃষকের তালিকার জন্য  উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়। বিরল উপজেলা ধান সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রহমানের উপস্থিতিতে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে সোমবার দুপুরে উন্মুক্ত লটারি সম্পন্ন করা হয়। এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জাবের মো. সোয়াইব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবার রহমান, খাদ্য নিয়ন্ত্রক জহিরুল হক, বিরল খাদ্যগুদামের ভারপ্রাপ্ত লুৎফর রহমান, মঙ্গলপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।  
 

আরও খবর

Sponsered content

Powered by