চট্টগ্রাম

বোয়ালখালীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

  প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২৩ , ৫:১৮:১০ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৮ নং শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুই বালু ব্যবসায়ীকে ১লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১লা ফেব্রুয়ারী )দুপুরে বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন ।

এ সময় তিনি অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মোহাম্মদ সাইফুদ্দিন(৪৫) কে ৫০ হাজার টাকা এবং আহম্মদ মনসুর(৫৫) কে ৫০ টাকাসহ সর্বমোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন বলেন, শ্রীপুর -খরণদ্বীপ ইউনিয়নে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মোহাম্মদ সাইফুদ্দিন(৪৫) এবং আহম্মদ মনসুর(৫৫)কে জরিমানা করা হয়েছে।

 

আরও খবর

Sponsered content

Powered by