চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

  প্রতিনিধি ১১ জুন ২০২৩ , ৭:১০:১৪ প্রিন্ট সংস্করণ

   খায়রুল কবির,  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কুমাড়শীল মোড়ে আলিফ জেনারেল হাসপাতালে আরাফ (১৬ মাস) নামের এক শিশুকে হাসপাতালের স্টাফ কর্তৃক এনেস্থিসিয়া দিয়ে ভুল চিকিৎসায় হত্যা করা হয়েছে বলে অভিযোগ করছে শিশুর স্বজনেরা। 

তাদের অভিযোগ শিশুটিকে আলিফ জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারের ইনচার্জ ইশরাত ভুলভাবে এনেস্থিসিয়া দেয়ার কারণে শিশুটির খিচুনি ওঠলে সে পরক্ষণেই মারা যায়।

জানা যায়, সদর উপজেলার থলিয়ারা গ্রামের প্রবাসী নাছির সওদাগরের ১৬ মাস বয়সের সন্তান আরাফকে ১০ই জুন শনিবার বিকেলে  আনুমানিক ১২ টা ৩০ মিনিটে তার পায়ের ফোড়া অপারেশন করার জন্য শহরের কুমারশীল মোড়স্থ আলিফ জেনারেল হাসপাতালে ডাঃ মামুন মহোর অধীনে ভর্তি করা হয়। সন্ধ্যা আনুমানিক ছয়টার সময় শিশুটিকে হাসপাতালের অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়,এবং অপারেশন থিয়েটারের ইনচার্জ ইশরাত শিশুটিকে এনেস্থিসিয়া দিলে শিশুটির পুরো শরীরে খিচুনি ওঠে সে মারা যায়। পরক্ষণেই হাসপাতালের ডাক্তার, নার্সসহ সকল স্টাফ শিশুর লাশটিকে ফেলে দ্রুত ঘটনা স্থল ত্যাগ করে। 

শিশু আরাফের মা মারুফা বিডি২৪লাইভকে বলেন, আমার ছেলেরে এরা মেরে ফেলছে,আমি বার বার জিজ্ঞেস করছি,আপনি কি ডাক্তার, আপনি কেন তারে এনেস্থিসিয়ার ইঞ্জেকশন দিলেন,তিনি বলেন ডাক্তার অপারেশন শুরু করার আগে তারাই এসব করেন। এখন আমার বাচ্চাটারে তারা মেরে ফেলছে।
সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম  বলেন, ঘটনা জানতে পেরে সদর মডেল থানার  আমরা সাথে সাথে হাসপাতালে এসেছি, শিশুর স্বজনদের মাধ্যমে জানতে পেরেছি আরাফ নামের এক শিশুকে পায়ের ফোড়া অপারেশনের জন্য আলিফ হাসপাতালে ভর্তি করা হয়,পরে তাকে ওটি’তে নিয়ে হাসপাতালের স্টাফ ইশরাত এনেস্থিসিয়া দেয়ার পর খিচুনি ওঠে শিশুটি মারা যায়।তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

আরও খবর

Sponsered content

Powered by