দেশজুড়ে

লক্ষীপুরে উপসর্গে মৃত যুবকের করোনা নেগেটিভ, পরিবারের সদস্যদের পজেটিভ

  প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২০ , ৬:২২:৪৩ প্রিন্ট সংস্করণ

লক্ষীপুর প্রতিনিধি : লক্ষীপুরের রামগতিতে জ্বর, শ্বাসকষ্ট ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়া যুবকের মরদেহের নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েনি তবে সংস্পর্শে আসা তার তিন ভাইবোন এর শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে

২৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য বিভাগ এর আগে গতকাল সোমবার দুপুরে স্থানীয় রামগতি উপজেলা প্রশাসন স্বাস্থ্যবিভাগের কর্মকর্তারা উপজেলার চর রমিজ ইউনিয়নের চর আফজাল গ্রামে করোনা উপসর্গে মারা যাওয়া ওই যুবকের বাড়িতে যান

সময় চিকিৎসকরা আক্রান্তদের সংস্পর্শে আসা পরিবারের সদস্যসহ আরও ১০ জনের নমুনা সংগ্রহ করেন ফের লকডাউন করা হয় তাদের বাড়ি

লক্ষীপুর সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছে, বিআইটিআইডির পরীক্ষার প্রতিবেদনের ভিত্তিতে মারা যাওয়া যুবকের শরীরে করোনা নেগেটিভ নিশ্চিত হওয়া গেছে কিন্তু তার দুই ভাই এক বোনের পজেটিভ রিপোর্ট রয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আব্দুল গফফার জানান, পর্যন্ত জেলার পাঁচ উপজেলায় ৯৮৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে পরীক্ষার ফলাফল এসেছে ৫৮৪ জনের এর মধ্যে কোভিড১৯ শনাক্ত হয়েছে ৩৪ জনের তাদের মধ্যে রামগঞ্জের ১৬ জন, লক্ষীপুর সদরের ১১ জন, কমলনগরের জন রামগতির জন রোগী রয়েছেন

প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল রাতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ২০ বছর বয়সী ওই যুবকের মৃত্যু হয় খবর পেয়ে স্বাস্থ্যবিভাগ মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে একই সময় ভাইবোনসহ পরিবারের আরও ১০ জনের নমুনা সংগ্রহ করা হয় সময় ওই বাড়িসহ তিন বাড়ি লকডাউন করা হয়

 

 

আরও খবর

Sponsered content

Powered by