ক্রিকেট

ভারতকে অল্প রানে আটকিয়ে বাংলাদেশের নড়বড়ে শুরু

  প্রতিনিধি ১১ জুলাই ২০২৩ , ৪:৩৫:১৮ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে ভারতকে মাত্র ৯৫ রানেই আটকে ফেলেছিল বাংলাদেশ। তবে ৯৬ রানের ছোট লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরু করতে পারেনি বাংলাদেশও।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার শেষে বাংলাদেশর রান ২ উইকেট হারিয়ে ২২ রান। ৪ রানে অপরাজিত মুর্শিদা খাতুন। আরেক পাশে ৫ রানে অপরাজিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে ভারত। ওপেনিং জুটিতে ৩৩ রান তোলোন স্মৃতি মান্ধানা এবং শেফালি ভার্মা। ৩৩ রানের মাথায় একে একে ফিরে যান মান্ধানা (১৩), শেফালি (১৯) এবং অধিনায়ক হারমানপ্রীত কৌর। পঞ্চম ওভারে উইকেট উৎসবের শুরুটা নাহিদা আক্তার করলেও ষষ্ঠ ওভারের প্রথম ২ বলে দুই উইকেট নেন সুলতানা।

ভারতীয় মিডল অর্ডারের কোনো ব্যাটসম্যানই শক্ত প্রতিরোধ গড়তে পারেননি। ৪৮ রানে চতুর্থ উইকেট হারানো ভারত পঞ্চম উইকেট হারায় ৫৮ রানে। শেষদিকেও নিয়মিত বিরতিতে উইকেট হারালে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৯৫ রান তোলে ভারত। শেফালির পর দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান করেন আটে নামা আমানজোত কর।

বাংলাদেশের হয়ে ৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট নেন ডানহাতি অফস্পিনার সুলতানা। ৪ ওভারে ১৬ রান দিয়ে ২ উইকেট শিকার লেগ স্পিনার ফাহিমা খাতুনের। দারুণ বোলিংয়ে একটি করে উইকেট তুলে নেন মারুফা আক্তার, নাহিদা আক্তার ও রাবেয়া খাতুন।

৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জিতে এই মুহূর্তে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত। এই ম্যাচ তাই জ্যোতিদের জন্য বাঁচা-মরার লড়াই।

আরও খবর

Sponsered content

বড়াইগ্রামে ৬ ধর্মপল্লীতে বড়দিন পালিত

ঈদ উপলক্ষে চলবে বিশেষ লঞ্চ

ঘাটে ঘাটে চাঁদাবাজরা অফিস খুলে বসেছে : জিএম কাদের

দুপচাঁচিয়ায় বিজয়া পুনর্মিলনী দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শারদীয় বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠান নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে মহাশ্মশান কালীবাড়ি (উপজেলা কেন্দ্রীয় মন্দির) প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাসের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাসের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব। উদ্বোধকের বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার দেব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সনাতন চন্দ্র সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, এপিপি এ্যাড. উৎপল কুমার বাগচী, উপজেলা কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু।

বিএনপির উসকানিতে স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতা: কাদের

২০২২ সালে ঢাকা-কক্সবাজার রেলযোগাযোগ শুরু: রেলমন্ত্রী

Powered by