বরিশাল

ভোলায় মৎস বিভাগ ও কোষ্ট গা‌র্ডের যৌথ অ‌ভিযা‌নে বিপুল প‌রিমান অ‌বৈধ জাল ধ্বংস

  প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২২ , ৮:১২:১৪ প্রিন্ট সংস্করণ

নিয়াজ মাহমুদ জয়, ভোলা প্রতিনিধি:

ভোলায় মেঘনা দখলে প্রভাবশালীদের অবৈধ খরছি ও পিটানো জাল শি‌রোনা‌মে সংবাদ প্রকা‌শের পর টনক ন‌ড়ে প্রশাসন। সোমবার সকাল থে‌কে সন্ধ‌্যা পর্যন্ত বোরহানউ‌দ্দি‌নের মেঘনা নদীতে যৌথ অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন, ভোলা মৎস বিভাগ ও কোষ্ট গার্ড। সংবা‌দের সুত্র ধ‌রে অ‌ভিযান প‌রিচালনাকারী দল রবুর চর নামক স্থানে গি‌য়ে সংবা‌দের সত‌্যতা পায়। এ সময় তার অ‌বৈধ খুর‌চি জা‌লের ১ হাজার‌টি খুঁ‌টি কে‌টে ফে‌লেন ও ১৫ শ মিটার জাল ধ্বংশ ক‌রেন।

অ‌ভিযানের নেতৃত্ব দেন জেলা মৎস কর্মকর্তা মোল্লা এমদাদুল হক। স্থানীয়রা জানান, বি‌ভিন্ন প‌ত্রিকায় সংবাদ প্রকা‌শের পর পরই অ‌বৈধ খুর‌চি জাল মা‌লিকরা রাতভর প্রায় ১০ হাজার মিটা‌রের মত খুর‌চি জাল স‌রি‌য়ে ফে‌লে। এ‌দি‌কে সংবা‌দের পর অ‌ভিযা‌নে অ‌বৈধ জাল উ‌চ্ছে‌দে সাধারণ জে‌লে‌দের ম‌ধ্যে স্ব‌স্তি ফি‌রে এ‌সে‌ছে ব‌লে জানান সাধারণ জে‌লেরা । তারা নিয়‌মিত অ‌ভিযান প‌রিচালনার জন‌্য প্রশাস‌নের কা‌ছে জোড় দাবী জানান।

জেলা মৎস মোল্লা এমদাদুল হক জানান, সংবা‌দের সূত্র ধ‌রে তারা ১ হাজার‌টি অ‌বৈধ খুঁ‌টি ও ১৫ শ মিটার জাল ধ্বংশ ক‌রে‌ন। ভ‌বিষ‌্যতেও এ অ‌ভিযান চলমান থাক‌বে । জানাযায়, বোরহানউ‌দ্দি‌নের মেঘনা নদীতে প্রায় ৩ কিলোমিটার জায়গায় ৪টি খরছি জাল ও ৪টি অ‌বৈধ পিটানিয়া জাল পেতে নদী দখ‌লের অ‌ভি‌যোগ ও‌ঠে তজুম‌দ্দিন উপ‌জেলার মলংচোরা ইউ‌পি চেয়ারম‌্যান মোঃ নূরনবী সিকদার বাবুল , মিশু হাওলাদার, বোরহানউ‌দ্দিন উপ‌জেলার বড়মা‌নিকা ইউ‌পির আবু সা‌য়েদ মা‌ঝি, কালাম মা‌ঝি, হাসান নগর ইউ‌পি সা‌বেক চেয়ারম‌্যান ‌মোঃ মা‌নিক হাওলাদার, ইউ‌পি সদস‌্য জাহা‌ঙ্গির মা‌ঝি সহ এক‌টি প্রভাবশালী চক্রের বির‌দ্ধে। সাধারণ জে‌লেরা এ অ‌বৈধ জা‌লে নিঃস্ব হ‌লেও ওই প্রভাবশালী‌দের ভ‌য়ে মুখ খুল‌তে সাহস পা‌চ্ছি‌লেন না তারা।

আরও খবর

Sponsered content

Powered by