বরিশাল

মঠবাড়িয়ায় বলেশ্বর নদীতে অভিযানে অর্ধ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল আটক

  প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২১ , ৫:৪৩:০৯ প্রিন্ট সংস্করণ

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা:

পিরোজপুরের মঠবাড়িয়ায় মৎস্য অধিদপ্তরের বিশেষ কস্বিং অপারেশন ২০২১ ব্যস্তবায়নের লক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তর এ সপ্তাহব্যাপী বলেশ^র নদীতে অভিযান অব্যাহত রয়েছে। আজ শনিবার দিনভর বলেশ^র নদীর তুষখালী ইউনিয়নের জানখালী থেকে বড়মাছুয়া, সাংরাইল থেকে মাঝের চর পর্যন্ত অভিযান চালিয়ে একলক্ষ মিটার বেহুন্দিজাল ,কারেন্ট জাল ও নেট জাল আটক করা হয়। এ অভিযান পরিচালনা করেন, পিরোজপুর জেলা মেজিস্ট্রেট আবদুল্লা খাইরুল ইসলাম। আটককৃত জালের আনুমানিক মুল্য ষাট লক্ষ টাকা। পরে আটককৃত জাল বলেশ^র নদীতীরবর্তী এলাকায় জন সম্মুখে পুড়িয়ে ফেলা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কমৃকর্তা আবদুল বারী, ফিল্ট এসিস্টান্ট মনোজ কুমার মন্ডল উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান জানান, এই বিশেষ অপারেশন অব্যাহত থাকবে।

 

আরও খবর

Sponsered content

Powered by