বাংলাদেশ

মন্ত্রী-প্রতিমন্ত্রীর মর্যাদা পাচ্ছেন ৪ সিটির মেয়র

  প্রতিনিধি ৮ আগস্ট ২০২২ , ৩:৫৪:০৩ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

মন্ত্রী-প্রতিমন্ত্রীর মর্যাদা পেতে যাচ্ছেন দেশের চারটি সিটি করপোরেশনের মেয়ররা। আজ রবিবার (৮ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রদের পদমর্যাদা নির্ধারণ সংক্রান্ত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, মন্ত্রীর মর্যাদা পাচ্ছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

অন্যদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী পাচ্ছেন প্রতিমন্ত্রীর মর্যাদা।

এদিকে চিঠিতে বলা হয়, সিটি করপোরেশনের নির্বাচিত মেয়রগণের পদমর্যাদা নির্ধারণের বিষয়ে প্রধানমন্ত্রী সানুগ্রহ অনুমোদন প্রদান করেছেন।

মেয়রগণের স্ব স্ব নামের পাশে বর্ণিত পদমর্যাদা প্রদানপূর্বক গেজেট প্রকাশের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by