দেশজুড়ে

ময়মনসিংহ-৯: প্রার্থিতা ফিরে পেলেন নৌকার সালাম

  প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২৩ , ৪:৫২:৪৭ প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহ-৯: প্রার্থিতা ফিরে পেলেন নৌকার সালাম

ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম জাতীয় সংসদ সদস্য পদে প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৮ ডিসেম্বর) বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ঋণখেলাপের অভিযোগ এনে সালামের প্রার্থিতা বাতিল চেয়ে বর্তমান জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান আপিল করেন নির্বাচন কমিশনে। ওই আপিলের শুনানিতে তাঁর প্রার্থিতা বাতিল হয়েছিল।

পরে প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতে আবেদন করেন আব্দুস সালাম। ওই আবেদনের শুনানিতে তিনি ফিরে পেলেন প্রার্থিতা।

আব্দুস সালাম ১৯৯৬ এবং ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে  নান্দাইল আসন থেকে অংশ নিয়ে জয়লাভ করে ছিলেন। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে সোমবার (১৮ ডিসেম্বর)। এদিন সকাল থেকে রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিচ্ছেন। প্রতীক পাওয়ার পর থেকেই প্রচার-প্রচারণায় মাঠে নামছেন প্রার্থীরা। ঘোষিত তফসিল অনুযায়ী  নির্বাচনী প্রচারণা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ৭ জানুয়ারি হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

আরও খবর

Sponsered content

Powered by