ঢাকা

মাদারীপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, পরিবারকে প্রশাসনের সহায়তা

  প্রতিনিধি ৪ জুলাই ২০২১ , ৮:০৯:২৬ প্রিন্ট সংস্করণ

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের কোলচরি গ্রামে আজ দুপুরে ক্ষেতের পাট কেটে ফেরার সময় বজ্রপাতে রেজাউল হক সরদার (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়। রেজাউল উপজেলার কোলচরি গ্রামের আঃ সত্তর সরদারের ছেলে। কালকিনি উপজেলা প্রসাশন থেকে তার পরিবারকে অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়।

স্বজন সূত্রে জানাযায়, কৃষক রেজাউল নিজ জমির পাট ও গরুর জন্য ঘাষ কেটে নৌকায় করে বাড়ি ফেড়ার সময় হঠাৎ বিকট শব্দ করে তার মাথার উপর বজ্রপাত হয়। এতে করে সাথে সাথে তার মাথা চুর্ণ বির্চুণ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান নিহতর বাড়ি গিয়ে পরিবারের সবাইকে শান্তনা দেন ও উপজেলা প্রসাশন থেকে নগত বিশ হাজার টাকা অর্থ সহায়তা ও চাল, ডাল, আলু, তেল ও আটা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, প্রকল্প অফিসার মোস্তফা কামাল, ইউনিয়ন চেয়ারম্যান তোফাজ্জল হোসেন কাজি প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by