দেশজুড়ে

মানুষের সেবা করে যেতে চাই : ডা.মাহাবুব আলম মির্জা

  প্রতিনিধি ১১ মে ২০২০ , ৮:২১:৩১ প্রিন্ট সংস্করণ

এসএম ওমর আলী সানি, আগৈলঝাড়া, (বরিশাল) : নানা প্রতিকুলতার মধ্যদিয়ে মহামারি করোনাভাইরাসের ভিতরে বিভিন্ন রোগিদের আন্তরিকতায় সেবাদিয়ে আসছে বরিশার শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারি রেজিস্টার (সার্জারি) এর দায়িত্বে থাকা ডাক্তার মাহাবুব আলম মির্জা তিনি যতোদিন বেঁচে থাকবেন ততদিন মানুষের সেবা করে যেতে চায়

মহামারি করোনা ভাইরাসের এই দুূর্যোগে বাংলাদেশের বহু ডাক্তার নার্স করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় দেশজুড়ে আতঙ্ক বিরাজ করছে সেই সংকটময় অবস্থায় ডাক্তার মাহাবুব আলম মির্জা মেডিকেলের নিয়মিত রোগিদের সেবা দিয়ে আসছে তিনি  গৌরনদী সদরে একটি ভাড়া বাসায় থেকে প্রতিদিন বরিশাল শেরবাংলা মেডিকেল কলেজে দায়িত্ব পালন করে আসছে সুনামের সাথে তিনি এর আগে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ছিলেন

ডাক্তার মাহাবুব আলম মির্জার এর সাথে কথা বরে জানাগেছে, বরিশার জেলার গৌরনদী উপজেলার শাওড়া গ্রামের এক সম্ভান্ত মুসলিম পরিবারে তার জন্ম তিনি ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাসকরে, ৩৩ মত বিসিএস পরিক্ষায় পাসকরে ডাক্তার হিসেবে নিয়োগপায় তিনি নিয়োগপেয়ে প্রথমে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন সেখানে কিছুদিন সেবাদেবার পারে বদলি হয়ে যায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  মেডিকেল অফিসার হিসেবে সেখানে সুনামেরসহিদ আবাসিক মেডিকেল অফিসারের দায়ত্বপালন করেন প্রায় ৩বছর

বর্তমানে তিনি বরিশার শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারি রেজিস্টার (সার্জারি) এর দায়িত্ব পালন করছেন এর পাশাপাশি ডাক্তার মাহাবুব আলম মির্জা প্রতিদিন অসহায় দুঃস্থ রোগিদের সেবা দিয়ে চলছেন তিনি আরো বলেন, আমি যতোদিন বেঁচে থাকবো ততদিন মানুষের সেবা করে যেতে চায়ই

আরও খবর

Sponsered content

Powered by