দেশজুড়ে

মায়ের কবরের পাশে সাবেক এমপি শামছ উদ্দিনের দাফন সম্পন্ন

  প্রতিনিধি ৯ মে ২০২০ , ৩:৪৯:৩৬ প্রিন্ট সংস্করণ

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সাবেক এমপি আলহাজ্ব ইঞ্জিনিয়ার শামছ উদ্দিন আহমদকে তাঁর মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে শনিবার ভোরে ফজরের নামাজের পর বাসভবনের বাউন্ডারির ভেতরে জানাজার নামাজ শেষে বাঁশদি পারিবারিক কবরস্থানে মা খুশমুন নেছা খুশির কবরের পাশেই তাঁকে কবর দেয়া হয় ঢাকা থেকে রাত সাড়ে ১২ টার সময় লাশবাহী এ্যাম্বুলেন্সে করে তাঁর মরদেহ নিয়ে আসা হয় গ্রামের বাড়ি আছিম বাঁশদি এলাকায়

নেতাকর্মীসহ হাজার হাজার মানুষ জানাজার নামাজে অংশগ্রহণ করলে করোনাভাইরাস সংক্রমিত হওয়ার আশঙ্কায় আইন শৃঙ্খলা বাহিনী টহল জোরদার করা হয় আছিমের বিভিন্ন মোড়ে 'দেশপ্রেম'কে ঘিরে

আলহাজ্ব শামছ উদ্দিন আহমদ ময়মনসিংহ ফুলবাড়িয়া থেকে দুইবার সংসদ সদস্য  নির্বাচিত হয়েছিলেন এছাড়াও তিনি একটানা অনন্ত দেড়যুগ উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন

গতকাল বিকাল টায় ঢাকার গ্রীনরোড নিজ বাস ভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপি নেতা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চীফ ইঞ্জিনিয়ার ছিলেন চাকুরী থেকে অবসরে আসার পর তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় হন অল্পদিনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আস্থাভাজন হয়ে উঠে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতির দায়িত্ব পালন করেছেন মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে সহ বহু স্বজন রেখে গেছেন

শামছ উদ্দিন ষষ্ঠ অষ্টম সংসদ নির্বাচনে নির্বাচিত হয় গত নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বনিন্দদ্বতা করেন তাঁর মৃত্যুতে উপজেলা 'লীগের সভাপতি আলহাজ্ব মো. মোসলেম উদ্দিন এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব : মালেক সরকার, জেলা বিএনপি যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব জাকির হোসেন বাবলু, ফখর উদ্দিন বাচ্চু, আলমগীর মাহমুদ আলম, জেলা জিয়া পরিষদ সভাপতি ডা: মোহাম্মদ আলী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আজিজুর রহমান, জেলা বিএনপি সদস্য মামুনুর রশীদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক : করিম সরকার, বিএনপি নেতা আশিকুল আশিক, ইঞ্জি. মিজানুর রহমান পলাশ, অধ্যাপক আব্দুল হাকিম, অধ্যক্ষ মুহাম্মদ সিরাজুল ইসলাম, অধ্যক্ষ আনোয়ার হোসেন বাদশা, জাকির হোসেন বাপ্পী, ইউপি চেয়ারম্যান এসএম সাইফুজ্জামান, মুহাম্মদ ফজলুল হক মাখন, যুবদলের কামরুজ্জামান মীর আজাদ, ছাত্রদলের সাবেক সভাপতি আজহারুল আলম রিপন, ইমরুল কায়েস এলিস, সাংবাদিক সাইফুল ইসলাম তরফদার গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন

উল্লেখ্য যে, গত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদে উপস্থিতিতে বাংলাদেশে তৃতীয় স্থান লাভ করে

 

আরও খবর

Sponsered content

Powered by