ঢাকা

‘মুজিব বর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার’

  প্রতিনিধি ২৯ আগস্ট ২০২০ , ৭:১৫:৩৮ প্রিন্ট সংস্করণ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : মুজিব বর্ষ চলছে। বাংলাদেশ পুলিশের মধ্যে একটি ¯েøাগান ধারণ করা হয়েছে। সেটি হলো ‘মুজিব বর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার।’ এই রকম একটা ¯েøাগান কখন ধারণ করে। যখন আমার চিন্তা-চেতানায় আমি আসলেই জনগণের পুলিশ হব। এ রকম চিন্তা আমার মাথায় কাজ করে তখন। পুলিশকে ভয় পাবে অপরাধীরা। ভালো মানুষ পুলিশকে ভয় পাবে কেন। আমাদের অনেক কাজের মধ্যে ভুলক্রটি থাকতে পারে এটাই স্বাভাবিক। কিন্তু পুলিশ অনেক ভালো কাজ করছে। পজেটিভ দিকগুলো আপনারা হাইলাইস্ করুন। গত শুক্রবার বিকালে আড়াইহাজার থানার চত্বরে আয়োজিত জনপ্রতিনিধিদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশের (গোয়েন্দা) শাখার অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী এসব কথা বলেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশের সিনিয়র এএসপি (‘গ’ সার্কেল) মাহিন ফরাজী, আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শওকত, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের সাবেক ভিপি নাঈম আহমেদ মোল্লা, হাইজাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোতালিক, আড়াইহাজার পৌরসভার ৮ নং ওয়ার্ড কমিশনার জাকির হোসেন, পৌরসভা যুবলীগের সভাপতি শব্দর আলী, সাধারণ সম্পাদক জামাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের নেতা জাহঙ্গীর আলম ও আ’লীগ নেতা আনিছ প্রমুখ।

Powered by