দেশজুড়ে

মৃত্যুহীন দিনে চট্টগ্রামে আরও ১১৮ জনের করোনা শনাক্ত

  প্রতিনিধি ১৪ আগস্ট ২০২০ , ৮:১৭:৪০ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে নতুন করে ১১৮ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ৮৮ জনএবং উপজেলাগুলোতে ৩০ জন। এ নিয়ে চট্টগ্রামে ১৫ হাজার ৬৭৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।গত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রামে কারো মৃত্যু হয় নি।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে গতকাল ১৩৭ টি নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৩ জন এবং উপজেলায় ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৬৩ টি নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২২ জন এবং উপজেলায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২২৫ টি নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৯ জন এবং উপজেলায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) গতকাল চট্টগ্রামের ৪৪ জনের নমুনা পরীক্ষা করে নগরে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে গতকাল চট্টগ্রামের ৬ টি নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি। ইমপেরিয়াল হাসপাতালে গতকাল ১০১ টি নমুনা পরীক্ষা করে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।এর মধ্যে নগরে ২২ জন এবং উপজেলায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরণ ল্যাবে গতকাল ১২৩ টি নমুনা পরীক্ষা করে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।এর মধ্যে নগরে ১৮ জন এবং উপজেলায় ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি। তিনি বলেন, চট্টগ্রামের ছয় ল্যাব এবং কক্সবাজারে ৮৯৯ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১১৮ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১৫৬৭৫ জন। এর মধ্যে নগরে ১১০৪৬ জন এবং উপজেলায় ৪৬২৯ জন।উপজেলা ভিত্তিক পজিটিভ তথ্য : আনোয়ারা ৩, পটিয়া ২, বোয়ালখালী ১, রাঙ্গুনিয়া ১, রাউজান ৩, ফটিকছড়ি ৬, হাটহাজারী ৮, সীতাকুÐ ২, স›দ্বীপ ১ এবং মিরসরাই ২ জন। চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ২৪৭ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ১৭১ এবং উপজেলায় ৭৬ জন। এছাড়া নতুন ৫২ জন সহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৪৩৩ জন।

আরও খবর

Sponsered content

Powered by