দেশজুড়ে

মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিলো বান্দরবান সেনা রিজিয়ন

  প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২৪ , ৩:৪১:৩৫ প্রিন্ট সংস্করণ

মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিলো বান্দরবান সেনা রিজিয়ন

বছরের শুরুতে জেলা সদরের ১৮ স্কুলের ৫২০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে বান্দরবান সেনা রিজিয়ন। 

নতুন বছরে এ ধরনের উপহার পেয়ে খুশি ছড়িয়ে পড়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে সেনা রিজিয়নের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  শিক্ষা উপকরণ উপহার স্কুলের ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেন  ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ এসজিপি,এনডিসি,এএফ ডব্লিউসি, পিএসসি, পিএইচডি।

প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ বলেন পার্বত্য চট্টগ্রামে শিক্ষা বিস্তারে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।তিনি বলেন পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় বসবাসকারী শিক্ষার্থীদের মাঝেও সেনাবাহিনী শিক্ষা উপকরণ বিতরণ করেছে।আমাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীরা যেনো লেখাপড়ায় মনোযোগী হয়,ভালো ফলাফলের চেষ্টা করে।

জিএসও-২ইন্ট ৬৯ পদাতিক ব্রিগেড, মেজর শায়েখ উজ জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মোঃ আবদুল মান্নান,৫ ইবি অধিনায়ক, লেঃ কর্নেল এএসএম মাহমুদুল হাসান, পিএসসি,মেজর রিয়াদ হোসেন,মেজর সরোয়ার জাহান তূর্য।

এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক,শিক্ষিকা,অভিভাবক  এবং ছাত্রছাত্রী বৃন্দ।

সেনা রিজিয়নের এই উদ্যোগককে সাধুবাদ জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুল মান্নান সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

এসময় প্রত্যেক ছাত্রছাত্রীর মাঝে খাতা,কলম,পেনসিল,রাবার,কাটার,পেন্সিল বক্স-,স্কেল-,গল্পের বই, জ্যামিতি বক্স-,স্কুল ব্যাগ, উপহার হিসাবে বিতরণ করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by