বাংলাদেশ

মোদির আগমনের বিরোধিতা করে সভা-সমাবেশ না করতে র‍্যাবের অনুরোধ

  প্রতিনিধি ২৫ মার্চ ২০২১ , ৯:৫৫:৫৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের বিরোধিতা করে সভা-সমাবেশ না করার অনুরোধ জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে রাজধানীর কুর্মিটোলা (উত্তরা) র‌্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে আশিক বিল্লাহ এ অনুরোধ জানান। এসময় র‌্যাবের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের বিরোধিতা করে সভা-সমাবেশ না করার অনুরোধ জানিয়ে র‌্যাবের এ কর্মকর্তা বলেন, র‌্যাব এসব তৎপরতা কঠোরভাবে মনিটরিং করছে। দেশের ভাবমূর্তির স্বার্থে এসব থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেন তিনি।

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভিভিআইপি অতিথিদের আগমনকে ঘিরে কোনো কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই উল্লেখ করে আশিক বিল্লাহ জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশ সফর করছেন।

অতিথিদের আগমনের যে সূচি রয়েছে, সে অনুযায়ী র‌্যাব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। অতিথিদের আগমনসূচিতে যেসব স্থান রয়েছে (ঢাকার ভেতরে ও বাইরে) সেখানে র‌্যাব তিন ধরনের নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছে।

তিনি আরও বলেন, ‘স্থানগুলোতে র‌্যাব সদস্যদের দৃশ্যমান উপস্থিতি, গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং করছে। বিগত দিনে র‌্যাব যেভাবে পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছে আগামী দিনগুলোতেও র‌্যাব তার স্বাক্ষর রেখে যাবে’।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, ‘আগত ভিভিআইপি অতিথিরা ঢাকা ও ঢাকার বাইরে যেসব স্থানে যাবেন, সেখানে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। আমাদের সাইবার শাখা সক্রিয় রয়েছে। একই সঙ্গে র‌্যাব ও সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা বেশ কয়েকদিন ধরে কাজ করছে। নিরাপত্তার স্বার্থে তারা বিভিন্ন দিক পর্যবেক্ষণ করছে।

উল্লেখ্য, মুজিবশতবর্ষে চিরঞ্জীব নেতা জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি ভালোবাসায় ও স্বাধীন বাংলাদেশের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার (২৬ মার্চ) ঢাকা আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর পাশাপাশি বাংলাদেশ-ভারত বন্ধুত্বের ৫০ বছর পূর্তিতে মোদির এ সফর বিশেষ তাৎপর্য বহন করছে।

আরও খবর

Sponsered content

Powered by