দেশজুড়ে

‘মৌলভী সৈয়দ মানে এক জলন্ত ইতিহাস

  প্রতিনিধি ১২ আগস্ট ২০২০ , ৮:০৫:৫২ প্রিন্ট সংস্করণ


চট্টগ্রাম ব্যুরো : এই বাংলায় রাজাকার, আল বদর ও আল শামসদের ঠাঁই হবে না মৌলভী সৈয়দ মানে এক জলন্ত ইতিহাস। কয়েক মিনিটের বক্তব্যে এই দীর্ঘ ইতিহাস শেষ করা যাবে না। যারা সৈয়দ পরিবারকে নিয়ে যড়যন্ত্র করে তারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। মুক্তিযোদ্ধা স্বজনের পক্ষে কথা বলায় সাংবাদিক ফারুক আবদুল্লাহর বিরুদ্ধে যে যড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে তা প্রত্যাহার করা হোক। অন্যথায় আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। মঙ্গলবার বিকাল ৪টায় বাঁশখালী পুঁইছড়ী বহদ্দারহাট এলাকায় মৌলভী সৈয়দ চত্বরে বীর মুক্তিযোদ্ধা শহীদ মৌলভী সৈয়দ আহমেদের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক এসব কথা বলেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর কমান্ডার (অর্থ) আব্দুর রাজ্জাক বলেন, আজকে যারা বাঁশখালীতে কোন মুক্তিযোদ্ধা নেই ও কোন মুক্তিযুদ্ধ হয়নি বলে গণমাধ্যমে উল্লেখ করেছেন তারা রাষ্টদ্রোহী অপরাধ করেছেন। এসব কথা তারাই বলতে পারে যারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ও অনুপ্রবেশকারী। বাঁশখালী থানা কমান্ডার আবুল হাশেম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা আবু সাদাত মোহাম্মদ সায়েম, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শিল্পী বশাক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এস.এম রিয়াজ উদ্দীন চৌধুরী সুমন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকখোরশেদ আলম পাশা, সাবেক সভাপতি ইমরানুল হক, সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল জামিল চৌধুরী সাকি।এসময় আরও বক্তব্য রাখেন শহীদ মৌলভী ছৈয়দ স্মৃতি সংসদের কেন্দ্রীয় সভাপতি আকরাম হোসেন সবুজ, বঙ্গবন্ধু পরিষদ চট্টগ্রামের সভাপতি পিনাকী দাশ, জসিম চৌধুরী, শওকত হোসেন টিটু, আইন কলেজের ভিপি রায়হানুল হক, দক্ষিণ জেলা ছাত্রলীগের কৃষিবিষয়ক সস্পাদক আব্দুল কাদের রিমন, সাইদুল আমিন, মিয়া ভাই প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by