দেশজুড়ে

মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সীতাকুণ্ডে পোনামাছ অবমুক্ত

  প্রতিনিধি ২৯ আগস্ট ২০২১ , ৫:৪২:১২ প্রিন্ট সংস্করণ

সীতাকুণ্ড( চট্টগ্রাম) প্রতিনিধি:

“নিরাপদ মাছে ভরবো দেশ, মুজি বর্ষে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ডে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। রবিবার সকালে উপজেলা মৎস্য দপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়। এছাড়াও মৎস্য চাষিদের মাঝে মাছের উপকরণ বিতরণ করা হয়।

 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন। মাছের পোনা অবমুক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন, সহকারী কমিশনার ভূমি আশরাফুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন ছাবেরী, মৎস্য কর্মকর্তা শামীম আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা.নুর উদ্দিন রাশেদ, ইউপি চেয়ারম্যান মনির আহমেদ, তাজুল ইসলাম নিজামী,ক্ষেত্র সহকারী কাজী ছাব্বির আহম্মদ প্রমুখ। সীতাকুণ্ড উপজেলা মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব অর্থয়ানে ১৮টি প্রতিষ্ঠানের জলাশয় ও পুকুরে ২৯১ কেজি রুই, কাতল, মৃগেলসহ বিভিন্ন প্রজাতের মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by