দেশজুড়ে

রাউজানের হলদিয়ায় এক একর ধান কেটে দিলেন ছাত্রলীগ নেতা সজিব

  প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২০ , ৯:০২:২৬ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যাুরো : বিশ্বব্যাপি মহামারি করোনা ভাইরাসের কারণে লকডাউনে থাকায় দেশের অসহায় গরীব কৃষকদের পাশে দাড়িয়েছে ছাত্রলীগ নেতা।জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি- সাধারণ সম্পাদকের নির্দেশে এবং রাউজানের মাঠি ও মানুষের নেতা, আধুনিক রাউজানের রূপকার জনাব এবিএম ফজলে করিম চৌধুরী এম.পি মহোদয়ের নির্দেশনায় আগামী রাউজানের কর্ণধার জনাব ফারাজ করিম চৌধুরীর তত্ত্বাবধানে ১ নং হলদিয়া ইউনিয়ন এর অসহায় কৃষকের পাশে চট্টগ্রাম মহানগর ইসলামিয়া কলেজের শিক্ষা ও উপ-সম্পাদক আব্দুল্লাহ আল সাজিব, রাউজান উপজেলা যুবলীগ নেতা গিয়াস উদ্দীন, হলদিয়া এয়াছিন শাহ কলেজ ছাত্রলীগের মোঃ এরশাদ, আলআমিন, ইমরান, সাজিদ, সাগর, জুবায়েত, সাহাজান, নুরুদ্দীন, আজগর ও মাসুদরানাসহ আরো অনেক নেতা কর্মীরা উপস্থিত হয়ে প্রায় এক একর জমির ধান কেটে দেয়। 

হলদিয়া উত্তর সর্তার কৃষক মোঃ ইকবাল বলেন, তার প্রায় সব ধান পেকে গিয়েছে কিন্তু তিনি শ্রমিক সংকটের কারণে তার ফলিত ফসল ঘরে তুলতে পারছে না। একজন শ্রমিক প্রায় একহাজার মজুরী সহ ভাত খাওয়াতে হবে বলে দাবী করেন। তিনি দেশের বিভিন্ন স্থানে কৃষকদের ডাকে ছাত্রলীগ নেতাকর্মীরা সাড়া দিচ্ছে তা জেনে আব্দুল্লাহ আল সাজিবের সাথে যোগাযোগ করেন পরবর্তী দিনে তিনি নেতাকর্মী নিয়ে অসহায় কৃষকের পাশে দাড়িয়ে প্রায় এক একর জমির ধান কেটে দেন।

আরও খবর

Sponsered content

Powered by