দেশজুড়ে

রাউজানে বই পাগল এক যুবকের স্বপ্নের পাঠাগার “জ্ঞানের জগৎ বিচরণ”

  প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২০ , ৬:৪৫:১৫ প্রিন্ট সংস্করণ

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) :
ছোটবেলা থেকেই বইয়ের প্রতি তার অদম্য এক নেশা। প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুলের গন্ডি পার হয়ে বি.জি.সি. ট্রাস্ট ইউনির্ভাসিটি থেকে এম.বি.এ সম্পন্ন করার মাঝের সময়টুকুতে সেই নেশার তীব্রতা কেবল বেড়েছে। তাই সুযোগ পেলেই সংগ্রহ করার চেষ্টা করেন প্রিয় লেখকদের বই। চট্টগ্রামের রাউজান উপজেলার লেলাংগারা গ্রামের মরহুম আব্দুল মুবিন ও সাজেদা বেগম দম্পতির সন্তান মুহাম্মদ রকিবুল ইসলাম তার বইয়ের সংগ্রহশালা থেকে জ্ঞানের বিচ্ছুরণ পুরো এলাকায় ছড়িয়ে দিতে সৃষ্টি করেছেন এক পাঠাগার। “জ্ঞানের জগৎ বিচরণ” নামের এই পাঠাগারটি এখন গ্রামের নানা বয়সী মানুষের মাঝে সৃষ্টি করেছে নব উদ্দীপনা। পাঠাগার সম্পর্কে স¤প্রতি এ প্রতিবেদকের সাথে আলাপচারিতায় মুহাম্মদ রকিবুল ইসলাম বলেন, দেশের আলোকিত সন্তান রাজশাহীর পলান সরকারের কর্মকান্ডে অনুপ্রাণিত হয়ে পাঠাগার গড়ে তোলার উদ্যোগ হাতে নিই। বই পড়ার প্রতি আমার নেশা শৈশব থেকে। তবে সা¤প্রতিক সময়ে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর এলাকার উঠতি বয়সী যুবকদের মাঝে মোবাইলে আসক্তি দেখে আমি চিন্তা করি, এলাকার উঠতি বয়সের ছেলেরা মোবাইলে গেমসসহ বিভিন্ন এ্যাপসে সব সময় ব্যস্ত থাকে। আমি ভাবলাম, তাদের মাঝে যদি বই পড়ার আগ্রহ সৃষ্টি করা যায় তাহলে মোবাইলের অপ্রয়োজনীয় ব্যাবহার থেকে বেরিয়ে এসে সবাই জ্ঞানের ভুবনে সময় দিয়ে অজেনাকে জানার সুযোগ পাবে। সেই ভাবনা থেকেই গত ১ লা অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে “জ্ঞানের জগৎ বিচরণ” নামে একটি গ্রুপ চালু করা হয়। বর্তমানে গ্রুপে ৪৫ জন মেম্বার সক্রিয় থেকে এলাকায় বই পাঠে একটা জাগরণ সৃষ্টিতে কাজ করছে। প্রতিদিন অনেকেই গ্রæপে মেম্বার হওয়ার আগ্রহ দেখাচ্ছে। যাচাই-বাছাই করে প্রকৃত অর্থেই যাদের বইয়ের প্রতি আগ্রহ আছে তাদেরকেই সদস্য করা হচ্ছে। গ্রæপে বইয়ের তালিকা দেখে একজন সদস্যের পছন্দ অনুযায়ী তার কাছে বই পৌঁছে দেওয়া হয়। পাঠ শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে সেটি আবার ফেরত দিয়ে নতুন বই সংগ্রহ করছে পাঠাগারের সদস্যরা। বর্তমানে পাঠাগারে মহানবীর আত্মজীবনী, বঙ্গবন্ধুর অসামাপ্ত আত্মজীবনী, কারাগারে রোজনামচা, নয়াচীন ভ্রমন,বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ একাত্তরের দিনগুলি,আসুন সংশোধন হই, আরিফ আযাদের বেলা ফুরাবার আগে, ইয়াছমিন মুজাহিদের হৃদয় জাগার জন্য,বিখ্যাত অনলাইন ভিত্তিক ১০ মিনিটস স্কুলের প্রতিষ্টাতা আইমান সাদিক এর কমিউনিক্যাশন হ্যাকস, ডেল কার্ণেগীর বড় যদি হতে চাও, তুমি ও জিতবে, যে জীবন মরিচীকা, ভাল­াগে না ইত্যাদি গুরুত্বপূর্ণ বইসহ কয়েক শতাধিক বই সংগ্রহে আছে। পাঠাগারের বেশ কিছু সদস্যের সাথে কথা বলে জানা গেছে, এলাকায় বই পাঠের একটা নেশা তৈরী করেছে “জ্ঞানের জগৎ বিচরণ” নামের পাঠাগারটি। এই পাঠাগারের পাশাপাশি এলাকার আলী আহম্মদ পোস্ট মাস্টার বাড়ি সন্মুখস্থ সড়কের পাশে একটি পুকুর পাড়ে পত্রিকা স্টল গড়ে তুলেছেন। যেখানে জাতীয় ও স্থানীয় পত্রিকার পাশাপাশি চাকরির খবর পত্রিকাও রয়েছে। প্রতিদিন বিভিন্ন সময়ে এলাকার ২৫ জন সিএনজি চালক এখানে বসে পত্রিকা পাঠ করেন। পাঠাগারের নিয়মিত সদস্যদের মধ্যে দর্জি মাস্টার মোঃ ইসমাইল হোসেন সাইমন (২৮), রাজমিস্ত্রি হেলপার জয়নাল আবেদীন, পাইপপিটার মিস্ত্রি জুবায়েদ হোসেন আন্নাসহ আরো অনেকেই রয়েছেন যাদের দেখে অনেকেই বইপাঠে উদ্বুদ্ধ হচ্ছেন। পাঠাগারের সদস্য হাসান আর হোসেন নামের দুই সহোদর বই পাঠে অনুপ্রাণিত হয়ে নিজ ঘরেই বুক সেলফ তৈরী করেছেন। পাঠাগারের স্বপ্নদ্রষ্টা রকিবুল বলেন, যে স্বপ্ন নিয়ে আমরা যাত্রা করেছি আমাদের স্বপ্ন সেদিনই সার্থক হবে যেদিন এই পাঠাগার সমাজে বই মনস্ক একটি

আরও খবর

Sponsered content

Powered by