আইন-আদালত

রাউজানে স্বর্ণ চুরির অভিযোগে গ্রেপ্তার ৪

  প্রতিনিধি ২ আগস্ট ২০২৩ , ৭:৫৪:২৮ প্রিন্ট সংস্করণ

রাউজানে স্বর্ণ চুরির অভিযোগে গ্রেপ্তার ৪

চট্টগ্রামের রাউজানে এক প্রবাসীর বাড়ি থেকে ৫৫ ভরি সোনা চুরির অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী, হাটহাজারী ও মিরসরাই থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


আটককৃতরা হলেন নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বুড়িরচর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে মোঃ হেলাল উদ্দিন(৪৩), নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার বাট্টাম বশু মাস্টারের বাড়ির মৃত শাহ আলমের ছেলে মোঃ সালাউদ্দিন (৩৪), চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার ৩ নম্বর ওয়ার্ড ধোঁপারহাট এলাকার মৃত ডাঃ রফিকুল মওলার ছেলে মোঃ সোহাগ (৩৮) ও নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার দক্ষিণ হাতিয়া চরচেংগা এলাকার মৃত আবুল কালামের ছেলে মোঃ আবুল কাশেম প্রকাশ
বাচা (৩২)।


জানা যায়, চলতি বছরের ৮ জুন প্রবাসী আব্দুল কাদেরের বাড়ীতে চুরির ঘটনা ঘটে। পরদিন ৯ জুন রাউজান থানায় অজ্ঞাতনামাদের আসামী করে একটি মামলা দায়ের করেন ওই প্রবাসী। পরে মামলার তদন্তভার পরে পিবিআইয়ের ওপর। তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। বুধবার (২ আগস্ট) পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নাজমুল হাসান
বলেন, আসামীদের কাছ থেকে ৫৫ ভরি সোনা, ৭টি হাতঘড়ি, ১টি ল্যাপটপ, ৪টি মোবাইল, ২টি ট্যাব, ৩টি ক্যামেরা ও একটি সিসি ক্যামেরা, চোরাইকৃত টাকা দিয়ে কেনা ১টি মোটরসাইকেলসহ চুরির কাজে ব্যবহৃত সিএনজি ও
মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by