বাংলাদেশ

রাজনীতিতে আসতে চান না জোবায়দা রহমান, বললেন গয়েশ্বর চন্দ্র রায়।

  প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২২ , ৬:৫১:৪১ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

জোবায়দা রহমানের রাজনীতি নিয়ে কোনো মাথাব্যথা নাই এমনকি তার তার রাজনীতিতে আসার ইচ্ছাও নাই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে আজ শনিবার (২৩ এপ্রিল) দুপুরে ‘ডাক্তার জোবায়দা রহমানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে’ আয়োজিত আলোচনা সভায় এ কথা জানান তিনি।

গয়েশ্বর বলেন, খালেদা জিয়ার চিকিৎসার বিষয় দেখাশোনা করছেন জোবায়দা রহমান। এছাড়া তিনি চিকিৎসা নিয়ে গবেষণা করছেন। এসবই রাজনীতির বাইরে। কারণ এখন তার রাজনীতি নিয়ে কোনো মাথাব্যথা নাই। তার রাজনীতিতে আসার ইচ্ছাও নাই।

হার্টের রোগ কীভাবে হবে না, যেসব কাজ করলে হার্টের রোগ হবে না জোবায়দা রহমান এনিয়ে গবেষণা করছেন জানিয়ে বিএনপির এই নেতা বলেন, জোবায়দা গবেষণা করছেন। রাজনীতিতে আসার ইচ্ছা নাই তার। তারা স্বাধীনতার আগে থেকেই সম্পদশালী ও ক্ষমতাবান। ১৯৫৫ সালের পরে তারা ঢাকা বা সিলেটে কোনো জমি কিনেছে এমন রেকর্ড নাই। তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা দেওয়া শুধু হয়রানির জন্য। আর কিছু নয়।

তিনি বলেন, শেখ হাসিনার কাছে মামলা দিতে কোনো কারণ লাগে না। কথায় আছে আকাশের যত তারা, পুলিশের কাছে তার অনেক বেশি ধারা। তারা নাকি বাতাসের গলাতেও রশি বাঁধতে পারে। তাই তারা মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করছে।

প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, দুর্নীতির পরিমাণ কেমন হলে একটা বালিশের দাম ৭ হাজার টাকা হয়? আমার প্রশ্ন, শেখ হাসিনা কত টাকার বালিশে ঘুমান। আপনার চাইতে তো কেউ দামি বালিশে ঘুমানোর কথা না। তাহলে আপনি কত দামের বালিশে ঘুমান?

আয়োজক সংগঠনের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক এমপি আহসান হাবিব লিংকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by