রাজশাহী

রাণীনগরে ঝরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ

  প্রতিনিধি ২৬ মে ২০২২ , ৮:৪৩:৫৮ প্রিন্ট সংস্করণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ঝরে ক্ষতিগ্রস্ত সেই পরিবার গুলোর মাঝে ২০ কেজি করে ২০০ পরিবারে মোট চার হাজার কেজি চাল দেয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধিনে বৃহস্পতিবার বিকেল তিনটা নাগাদ পারইল ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণ করা হয়।

পারইল ইউনিয়নে চাল বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুর রহমান, মেম্বার সখিন উদ্দীন ও গোলাম মোস্তফাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১৯ মে রাতে প্রচন্ড ঝরে উপজেলার পারইল ইউনিয়নের হারাইল, সংকরপুর ও কামতা এবং বড়গাছা ইউনিয়নের বিভিন্ন গ্রামে দুই শতাধীক বাড়িঘর লন্ডভন্ড হয়ে যায়। এছাড়া কয়েকটি মাটির বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়।

আরও খবর

Sponsered content

Powered by