দেশজুড়ে

রামুতে ট্রাকচাপায় কলেজ শিক্ষকসহ নিহত ২

  প্রতিনিধি ২৯ জুলাই ২০২০ , ১১:২৬:২২ প্রিন্ট সংস্করণ

রামুতে মাছ বোঝাই মিনিট্রাকের চাপায় কলেজ শিক্ষকসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার সকাল ৬টার দিকে এ ঘটনায় আহত হয়েছেন আরও এক স্কুল শিক্ষক।

নিহতরা হলেন- উপজেলার জোয়ারিয়ানালা ঘোনারপাড়া এলাকার প্রয়াত চাঁদ মিয়া সওদাগরের ছেলে কক্সবাজার সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শফিউল আলম (৫৫) ও একই ইউনিয়নের সিকদার পাড়ার প্রয়াত নূর আহাম্মদ সিকদারের ছেলে জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাহাবুব মোর্শেদ আমিন (৫৬)। এ দুর্ঘটনায় জোয়ারিয়ানালা এইচএম সাঁচী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বোরহান উদ্দিন (৫৫) গুরুতর আহত হয়েছেন।

জানা যায়, হতাহত ৩ জনই ফজরের নামাজ আদায় করে প্রতিদিনের মতো সড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় মাছ বোঝাই মিনিট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়, অপরজন হাসপাতালে মারা যান। আহত বোরহান উদ্দিনকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পরই গাড়িটি ঘটনাস্থলে রেখে সটকে পড়েন চালক।

রামু থানার উপ-পরিদর্শক মো. কামাল খবর পেয়ে দুর্ঘটনাস্থলে যান। তিনি জানান, ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়েছে। আহত ১ জনকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content

Powered by