ঢাকা

সরকারের শেষ সময়ে সংসদ সদস্যের কাবিখা প্রকল্প 

  প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২৩ , ৩:২৯:২৭ প্রিন্ট সংস্করণ

সরকারের শেষ সময়ে সংসদ সদস্যের কাবিখা প্রকল্প 

জাতীয় সংসদের  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সদস্য   আসন -১৬২  কিশোরগঞ্জ -১ সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর এর নির্বাচনী এলাকা ভিওিক কিশোরগঞ্জ সদর উপজেলার অপেক্ষাকৃত  পশ্চাতপদ ৭ ইউনিয়নে  উন্নয়ন প্রকল্প  সম্পন্ন হয়েছে। 

 ২০২২-২০২৩ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার( কাবিখা)  কর্মসূচির আওতায়  সংসদ সদস্যের নির্বাচনী এলাকায় নন সোলারখাতে   ৭ টি ইউনিয়নে  এসকল প্রকল্প বাস্তবায়ন করা হয়। প্রতিটি প্রকল্পেই  রয়েছে একটি করে  ৫ সদস্য বিশিষ্ট  বাস্তবায়ন কমিটি। 

বাস্তবায়ন কমিটিতে একজন গণ্যমান্য ব্যাক্তি বা প্রতিষ্ঠান প্রধান,  সমাজকর্মী  বা শিক্ষক,  আনসার ভিডিপি সদস্য  এর সমন্বয়ে একজন সভাপতি একজন সদস্য সচিব  সহ  পাঁচ সদস্য বিশিষ্ট  কমিটি গঠন করে প্রকল্প কার্যক্রম  বাস্তবায়ন করা হয়। 

জেলা দুর্যোগ ব্যবস্হাপনা  বিভাগ  এর  আওতায় কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের ২ নং বারইপাড়া হতে চরপাড়া  হেলালের বাড়ী পর্যন্ত রাস্তা পূনঃ নির্মাণ সম্পন্ন হয়। ৯ মেট্রিক্ টন গম এর বিনিময়ে এ প্রকল্প বাস্তবায়িত হয়। মহিনন্দ ইউনিয়নের  উওরপাড়া আব্দুল হকের বা্ড়ী হতে ভাস্করখিলা বিল পর্যন্ত রাস্তা  পূনঃ নির্মাণ  কাজে ৯ মেট্রিক টন গম ব্যায়িত হয়।

মাইজখাপন ইউনিয়নাধীন পশ্চিম পাঁচধা ঈদগাহ  মাঠ হতে বাক্কার নগর পর্যন্ত  রাস্তার ৯ মেট্রিক টন গম এর বিনিময়ে  পূনঃ নির্মাণ সম্পন্ন হয়। একই ইউনিয়নের মইশাকান্দি হাবিবুর রহমান বাড়ী হতে লিটনের  বাড়ী  পর্যন্ত রাস্তার  পূনঃ নির্মাণ  কাজ ৯ মেট্রিক টন গম এর  মাধ্যমে সম্পন্ন হয়েছে। 

বিন্নাটি ইউনিয়ন এর চরকামালিয়া নামাপাড়া সরকারী প্রাথমিক  বিদ্যালয় মাঠে ৯ মেট্রিক টন গমের বিনিময়ে মাটি ভরাট করণ কাজ সম্পন্ন। দানাপাটুলী ইউনিয়নের মনোহরপুর  সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৯ মেট্রিকটন গমের বিনিময়ে মাটি ভরাট করণ সম্পন্ন করেন প্রকল্প বাস্তবায়ন  কমিটি। 

এছাড়াও মাননীয় সাংসদ তার নিজ এলাকা   যশোদল ইউনিয়নে  কালিকাবাড়ী কীর্তনের বাড়ী হতে নূর মোহাম্মদের বাড়ী পর্যন্ত  ৯ মেট্রিক টন গমের বিনিময়ে  রাস্তাটি পূনঃ মেরামত সম্পন্ন ও বিন্নাটি ৭ নং ওয়ার্ডের মিয়া বাড়ীর সীমানা হতে বাক্কার মেম্বারের বাড়ী পর্যন্ত  ৯ মেট্রিক টন গমের বিনিময়ে পূনঃ মেরামত সম্পন্ন।

উপজেলার সবচেয়ে  বড় ইউনিয়ন  চৌদ্দশত এলাকার পাড়াপ্রমানন্দ  পাকা রাস্তা  হতে জজমিয়ার বাড়ী পর্যন্ত ৯ মেট্রিক টন গমের বিনিময়ে রাস্তা পূনঃ সংস্কার কাজ সম্পন্ন  করা হয়। রহৃ

গত ১১ এপ্রিল ২০২৩ জেলা প্রশাসক  মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত ১৬২ কিশোরগঞ্জ -১ ( সদর – হোসেনপুর ) আসনের  এমপি  ০৪/২০২৩-৫৫৩ নিজস্ব প্যাডে  এ বরাদ্দ পএ টি  জেলা দুর্যোগ  ব্যবস্হাপনা  কতৃপক্ষ   জেলা এাণ  ও পূনর্বাসন কর্মকর্তা  মোঃ লুতফর রহমান  কে বরাদ্দ পএটি হস্তান্তর করেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা  কিশোরগঞ্জ সদর মোহাম্মদ আলী সিদ্দিকী  ও  উপজেলা  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কিশোরগঞ্জ সদর  মোঃ সিফাত বিন রহমান  প্রকল্প কার্যক্রম সরেজমিনে প্রত্যক্ষ সমীক্ষা পূর্বক প্রকল্প  কার্যক্রম গ্রহণ  ও  বাস্তবায়ন সম্পন্ন  করেছেন বলে এলাকার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।  

এব্যাপারে প্রকল্প  বাস্তবায়ন কমিটির সভাপতি  মোঃ আবু তাহের ও সম্পাদক মোঃ কামাল এ প্রতিনিধি কে জানিয়েছেন  মাননীয় সাংসদ সৈয়দা জাকিয়া নূর এর মেয়াদকাল প্রায় শেষ পর্যায়ে। আগামী  নির্বাচনে ও  মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতীকে তিনি প্রতিদ্বন্দ্বিতায়  আসবেন  তাই শেষ কর্ম বছরের  গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প  বাস্তবায়নে কমিটির  সকলেই ছিল  সক্রিয়। 

আরও খবর

Sponsered content

Powered by