রাজধানী

ডিএসসিসি নগরভবনকে ধূমপানমুক্ত ঘোষণা

  প্রতিনিধি ৫ অক্টোবর ২০২০ , ২:৫৪:৩২ প্রিন্ট সংস্করণ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগরভবন ক্যাম্পাসকে ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি ডিএসসিসি সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে নগরভবনকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করা হয়।

আদেশে বলা হয়, ডিএসসিসি প্রধান কার্যালয় নগরভবন ক্যাম্পাসকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করা হলো। এ অফিস বা ক্যাম্পাসে ধূমপান না করার জন্য সকলকে অনুরোধ করা হলো। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন রাজধানী ঢাকার দক্ষিণাঞ্চল পরিচালনার জন্য নিয়োজিত স্থানীয় সরকার সংস্থা। এটি একটি নগরপ্রশাসন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।

সার্বিকভাবে ঢাকা শহরের দক্ষিণভাগ পরিচালনের দায়িত্বে রয়েছে এই করপোরেশন। অধুনালুপ্ত ঢাকা সিটি করপোরেশন বিভাজিত হয়ে একাংশ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন হিসেবে প্রতিষ্ঠিত হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৭৫টি সাধারণ এবং ২৫টি সংরক্ষিত ওয়ার্ডের (নারীদের জন্য সংরক্ষিত) সমন্বয়ে গঠিত।

আরও খবর

Sponsered content

Powered by