চট্টগ্রাম

রায়পুরে উপজেলা প্রশাসন আর্ট স্কুল চালু

  প্রতিনিধি ৪ ফেব্রুয়ারি ২০২৩ , ৫:২৬:৩৩ প্রিন্ট সংস্করণ

সুদেব কুরী, রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি :

লক্ষীপুরের রায়পুরে উপজেলা প্রশাসন আর্ট স্কুল চালু করা হয়েছে। শনিবার সকালে সরকারি মার্চ্চেন্টস্ একাডেমি মিলনায়তনে এর উদ্বোধন করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীদের দ্বারা এ প্রশিক্ষণ চালানো হবে।
উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন দাশ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম সাইফুল হক, মার্চ্চেণ্টস্ একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা ফারুকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী তাওহীদ এলাহী ও সাদিয়া ইসলাম।


উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন দাশ বলেন, ‘উপজেলা প্রশাসনের পরিচালনায় ‘সুন্দরের চর্চায়’ এ উদ্যোগটি নেওয়া হয়েছে। ৩টি শাখায় (প্রথম থেকে তৃতীয়, চতুর্থ থেকে অষ্টম, নবম থেকে দ্বাদশ) এ শিখন কার্যক্রম চলবে।’

Powered by