দেশজুড়ে

রূপগঞ্জে কাভার্ড ভ্যান-ইজিবাইকের সংঘর্ষে আহত ৭

  প্রতিনিধি ২২ অক্টোবর ২০২৩ , ৪:৩৮:৩২ প্রিন্ট সংস্করণ

রূপগঞ্জে কাভার্ড ভ্যান-ইজিবাইকের সংঘর্ষে আহত ৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার্ড ভ্যান-ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। রোববার (২২ অক্টোবর) উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের বানিয়াদী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এদের মধ্যে উপজেলার কাঞ্চন পৌরসভার দক্ষিণ বাড়ৈপাড় এলাকার নুর ইসলামের ছেলে বাচ্চু মিয়া ও তার স্ত্রী সাহিদা বেগমের অবস্থা আশংকাজনক। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিরা রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

তারা হলেন কাঞ্চন পৌরসভার বাড়ৈপাড় এলাকার সেলিম মিয়ার ছেলে শাওন (১২), জামালদীর ছেলে কবির (৬০), আবুল হোসেনের মেয়ে ইমা (১৩)। সে হাটাবো আদর্শ স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী, ইজিবাইক চালক রনি (২৭), তার স্ত্রী তামান্না আক্তার, হাটাবো আতলাশপুর এলাকার তানজিদ মিয়ার স্ত্রী লিমা আক্তার।

ইজিবাইক চালক রনি জানান, ইজিবাইকে শিশু সহ ৭জন যাত্রী নিয়ে হাটাবো থেকে ছেরে মুড়াপাড়ার উদ্দেশ্যে রওয়ানা করে বানিয়াদী এলকার মোড়ে আসলে রূপসীর দিক থেকে এসকোয়ার কোম্পানি নামক কভার ভ্যান ঢাকা মেট্টো ম ১১-১৭৪৩ বেপরোয়া গতিতে এসে ইজিবাইকের উপরে তুলে দেয়। ইজিবাইকে থাকা ৮ জনের মধ্যে ৭ জনই গুরুতর আহত হয়। কিন্ত ২ জনের অবস্থা আশংকা জনক। এ ঘটনায় ইজিবাইকটি ধুমরে মুচকে যায়।

এ ঘটনায় কভারভ্যান চালক ঘটনাস্থলে গাড়ি রেখে পালিয়ে যায়। এ ঘটনায় রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলার প্রস্তুতি চলছে।

আরও খবর

Sponsered content

Powered by