দেশজুড়ে

সিংড়ায় কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন

  প্রতিনিধি ৬ মার্চ ২০২৪ , ৬:১৩:৫৬ প্রিন্ট সংস্করণ

সিংড়ায় কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন

আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় নাটোরের সিংড়ায় তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার ( ৬ মার্চ) দুপুর ১২ টায় ভার্চুয়ালে এ মেলার শুভ উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। এ উপলক্ষ্যে উপজেলা চত্বর হতে একটি র‍্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন মোড় প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‍্যালিতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজি, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ খন্দকার ফরিদ হাসান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কেএম ইফতেখারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মাহমুদুল হাসান, ভার্মি কম্পোস্ট উদ্যোক্তা জেসমিন আকতার সহ বিভিন্ন কৃষি উদ্যোক্তা,কৃষক, স্কুল শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি অংশ নেন।

তিনদিনের এ কৃষি মেলায় প্রায় ২৪ টি প্রদর্শনী স্টলে বিভিন্ন প্রজাতির ফলফলাদি, গাছের চারা ও আধুনিক কৃষি প্রযুক্তির উপকরণ প্রদর্শন করা হচ্ছে।

আরও খবর

Sponsered content

Powered by