ঢাকা

শরীয়তপুর পৌর নির্বাচন,ফলাফল শীট চেয়ে প্রার্থীদের আবেদন

  প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২১ , ৩:১৯:০৯ প্রিন্ট সংস্করণ

জেলা প্রতিনিধি, শরীয়তপুর:

শরীয়তপুর পৌরসভা নির্বাচন শেষ হয়েছে ১৬ জানুয়ারি। নির্বাচনী ফলাফল ঘোষণা নিয়ে বিজিত প্রার্থীদের মধ্যে অসন্তুষ্টি বিরাজ করছে। বিক্ষুদ্ধ প্রার্থীরা আইনী পদক্ষেপ গ্রহণের জন্য জেলা রির্টানিং অফিসার মো: জাহিদ হোসেনের নিকট কেন্দ্র ভিত্তিক ফলাফল ও ইভিএম মেশিন ভিত্তিক ফলাফল শীট চেয়ে আবেদন করেছেন।

কিন্তু আবেদন করেও ফলাফফল শীট পাচ্ছেনা প্রার্থীরা। সকাল বিকাল আজ নয় আগামীকাল আসেন বলে ভোলাচ্ছে প্রার্থীদের। এই ফলাফল শীট না পেলে কোন প্রার্থীই তার হারিয়ে যাওয়া বিজয় ফেরত পেতে আইনী আশ্রয় নিতে পারবেন না। প্রার্থীরা মনে করছেন তারা যাতে আইনী আশ্রয় নিতে না পারেন এবং নির্বাচন কমিশনকে যেন কাঠগড়ায় দাড়াতে না হয় তাই নির্বাচন কমিশন ফলাফল শীট দিতে তালবাহানা করছে। এবিষয়ে জানার জন্য জেলা নির্বাচন অফিসে গেলে নির্বাচন অফিসের রির্টানিং অফিসার এবং সহকারী রির্টানিং অফিসারকে অফিসে পাওয়া যায়নি। মুঠোফোনে ফোন দিলে জেলা রির্টাানিং অফিসার মো: জাহিদ হোসেন বার বার ফোনের লাইনটি কেটে দেন।

 

আরও খবর

Sponsered content

Powered by