দেশজুড়ে

লক্ষ্মীপুর (২) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কংগ্রেস জোটের প্রার্থী

  প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২৪ , ৬:৫০:১৪ প্রিন্ট সংস্করণ

লক্ষ্মীপুর (২) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কংগ্রেস জোটের প্রার্থী

নৌকার প্রার্থীকে সমর্থন জানিয়ে লক্ষ্মীপুর -২ (রায়পুর সদর আংশিক ) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশ কংগ্রেস জোটের প্রার্থী মো: মুনসুর রহমান । শনিবার (৬ জানুয়ারি) বিকালে রায়পুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

মো: মুনসুর রহমান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বলেন, “১৪ দলীয় জোটের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্মীপুর-২ আসনের নৌকার প্রার্থীকে সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তাঁর প্রতি সম্মান জানানো আমার নৈতিক দায়িত্ব। এ আসনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে মাঠে থাকলে ভোটের সমীকরণ অন্য রকম হবে। আমার প্রাপ্ত ভোট নৌকার বিজয় নিশ্চিত করতে বাধা হতে পারে”।

কোনো চাপে পড়ে নির্বাচন থেকে সরে আসছেন কি না, তা জানতে চাইলে মুনসুর রহমান বলেন, কোনো চাপে নয়। নৌকাকে ভালোবেসে এবং নৌকার বিজয় নিশ্চিত করতে আমি সরে দাঁড়িয়েছি।

আরও খবর

Sponsered content

Powered by