রাজশাহী

লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২১ , ৫:৫৪:০৪ প্রিন্ট সংস্করণ

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২১ এবং সিপিপি’র ৫০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় লালপুুর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্দোগে জনসাধারণকে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন মহড়া প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে মহড়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলা হাফিয়া, ওয়্যার হাউজ ইন্সপেক্টর ছাব্বির আহম্মেদ।

লালপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের চৌকস দল এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান ভূমিকম্প, অগ্নিকান্ড সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে কী ভাবে মোকাবেলা করা যায় সে বিষয়ে বিভিন্ন মহড়া প্রদর্শন করেন।

 

 

আরও খবর

Sponsered content

Powered by