বরিশাল

লালমোহনের বেইলি ব্রিজ ভেঙে যাওয়ায় খেয়া পারাপারের ভাড়া নির্ধারণ

  প্রতিনিধি ১৯ মে ২০২২ , ৬:৩১:২৪ প্রিন্ট সংস্করণ

মনজুরুল আলম, লালমোহন- ভোলা:
ভোলা-চরফ্যাশন সড়কের ডাওরী বাজার এলাকায় ব্রিজ ভেঙ্গে পড়ায় জনসাধাণের পারাপারে নৌকা ভাড়া ৫টাকা ও মটর সাইকেলের ভাড়া ২০টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯মে) বিকালে লালমোহন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভোলা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত কুমার হাওলাদারের উপস্থিতিতে এ সিদ্ধান্ত হয়। এতে ঠিকাদার প্রতিদিন ১০ হাজার টাকা করে ভর্তুকি দেয়ার সিদ্ধান্ত হয়। একই সাথে আগামী মঙ্গলবারের মধ্যে ভেঙ্গে যাওয়া বেইলি ব্রিজ পূণঃনির্মাণ শেষ হবে বলে সভায় উপস্থিত সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নাজমূল ইসলাম জানান।

এ সময় লালমোহন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম, কালমা ইউপি চেয়ারম্যান আকতার হোসেন, কাচিয়া ইউপি চেয়ারম্যান আঃ রব কাজী, ওসি মাকসুদুর রহমান মুরাদ, বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির, লালমোহন প্রেসক্লাবের সভাপতি মোঃ রুহুল আমিন প্রমূখ

Powered by