বাংলাদেশ

লিবিয়ার কাছে নিখোঁজদের তথ্য চাইবে বাংলাদেশ

  প্রতিনিধি ২৯ মার্চ ২০২২ , ৭:৫৯:২৮ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

লিবিয়াতে কয়েকজন বাংলাদেশি নিখোঁজ ও পরে উদ্ধারের বিষয়ে লিবিয়ান গোয়েন্দা সংস্থার কাছে তথ্য চাইবে বাংলাদেশ।

আজ মঙ্গলবার (২৯ মার্চ) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের এই তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তাদের কেউ নির্যাতন করেছে বা মুক্তিপণ আদায় করেছে এমন কোনও তথ্য আমরা পাইনি। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে তাঁরা চার-পাঁচ দিন নিখোঁজ কেন ছিলেন বা কোথায় ছিলেন? আমরা প্রত্যাশা করছি লিবিয়ার সরকারের কাছ থেকে এ বিষয়ে আমরা সহযোগিতা পাবো।

তিনি বলেন, তারা খারাপ অবস্থায় নেই। তবে এখানে কিছু প্রশ্ন আছে। যার উত্তর তাদের সরাসরি জিজ্ঞাসা করলে জানা যাবে। লিবিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর কাছে যে তথ্য আছে সেগুলো আমরা অবশ্যই সংগ্রহ করবো।

একজন বিদেশি বিভিন্ন কারণে নিখোঁজ হতে পারে জানিয়ে তিনি বলেন, আমি নির্দিষ্ট কোনও কারণ বলছি না। আমরা লিবিয়ার সরকারের কাছে ওই বিষয়গুলো জানতে চাইবো।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের দূতাবাসের তৎপরতায় এবং লিবিয়ার সরকারের সহায়তায় তাদের খোঁজ পাওয়া গেছে। তারা লিবিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নিরাপদে আছেন।

Powered by