খুলনা

শরণখোলায় পানি ব্যবস্থাপনা কমিটি গঠন

  প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২০ , ৬:৩৯:২৫ প্রিন্ট সংস্করণ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় পানি ব্যবস্থাপনার লক্ষ্যে উপকূলীয় বেড়ীবাঁধ উন্নয়ন প্রকল্প ফেইজ-১ এর আওতায় আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক সাধারণ সভার মাধ্যমে প্যাকেজ বি-এর আওতায় সুশীলন ৩৫/১ পোল্ডারের পানি ব্যবস্থাপনা দলের নির্বাচিত পাঁচ জন প্রতিনিধি নিয়ে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। মধ্যে রায়েন্দা পানি ব্যবস্থাপনা দলের সভাপতি আলিম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর পানি উন্নয়ন বোর্ডের ডিসিইও হাফিজুর রহমান, সিইআইপি-১ প্রকল্প এর পরিবেশ বিশেষগ্য ড: তোহিদুল ইসলাম, সিএসই মো: দেলোয়ার হোসেন, সুশীলন সংস্থার উপ-পরিচালক জনাব মোস্তফা আক্তারুজ্জামান, সহকারী পরিচালক শিরিনা আক্তার, সাউথখালী ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন, রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান মো: জাকির হোসেন খান মহিউদ্দিন, ধানসাগর ইউপি চেয়ারম্যান মইনুল হোসেন টিপু, খাউলিয়া ইউপি চেয়ারম্যান মাস্টার আবুল খায়ের হাওলাদার। সভায় সর্ব সম্মতিক্রমে সন্নাসীর বারুইখালী পানি ব্যবস্থাপনা দলের আবুল কাসেমকে আহবায়ক এবং পূর্ব খোন্তাকাটা দলের হারুন অর রশিদ, রূপসী রাজাপুরের আবুল কালাম আজাদ, উত্তর রাজাপুর দলের নাজমিন আক্তার ও চালিতাবুনিয়া দলের খলিলুর রহমানকে সদস্য নির্বাচন করে পাঁচ সদস্য বিশিষ্টি একটি আহবায় কমিটি গঠন করা হয়। গঠিত কমিটি ৯০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের কার্যক্রম গ্রহন করবে। বিশ^ ব্যাংকের অর্থায়নে পানি উন্নয়ন বোর্ড বাস্তবায়নে বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলন প্রকল্পটির মাঠ পর্যায়ে পানি ব্যবস্থাপনা দল গঠন, সামাজিক বনানয়ন ও সমন্বিত বালাই নাশক ব্যবস্থাপনায় কাজ করছে। ৩৫/১ পোল্ডার পানি ব্যবস্থাপনা সংগঠনের নাম রাখা হয়’ মৈত্রী পানি ব্যবস্থাপনা সংগঠন। সভায় প্রকল্পের আওতাধীন সকল কর্মী ও প্রকল্পের সাথে সম্পৃক্ত স্টেকহোল্ডারগণ অংশগ্রহন করেন।

আরও খবর

Sponsered content

চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণ

রাউজানে মরহুম ফজলে রাব্বী চৌধুরীর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত রাউজান

পাইকগাছায় নৌকা মনোনীত প্রার্থী রশিদুজ্জামান এর মতবিনিময়

পাইকগাছায় নৌকা মনোনীত প্রার্থী রশিদুজ্জামান এর মতবিনিময়

ভূমিদস্যূ রাশেদের তান্ডবে অতিষ্ট এলাকাবাসী!! রূপগঞ্জে ব্যবসায়ীর জমি দখলের পায়তারা

বিএনপি নেতারা সহিংসতার উস্কানি দিচ্ছেন: ওবায়দুল

দুপচাঁচিয়ায় বিজয়া পুনর্মিলনী দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শারদীয় বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠান নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে মহাশ্মশান কালীবাড়ি (উপজেলা কেন্দ্রীয় মন্দির) প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাসের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাসের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব। উদ্বোধকের বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার দেব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সনাতন চন্দ্র সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, এপিপি এ্যাড. উৎপল কুমার বাগচী, উপজেলা কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু।

Powered by