দেশজুড়ে

শরণখোলায় জব্দ করা নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

  প্রতিনিধি ৬ জুন ২০২০ , ৮:১১:১৬ প্রিন্ট সংস্করণ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : শরণখোলার বিভিন্ন নদনদীতে অভিযান চালিয়ে প্রায় ৩৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট, বেহুন্দি বাধা জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের নেতৃত্বে শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করে স্য বিভাগ।

শনিবার সকালে জব্দকরা ওই জাল উপজেলা পরিষদ সংলগ্ন বান্দাঘাটা এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।

উপজেলা জ্যেষ্ঠ স্য কর্মকর্তা বিনয় কুমার রায় জানান, বলেশ্বর নদ সুন্দরবন সংলগ্ন ভোলা নদীতে এক শ্রেণির অসাধু জেলে গোপনে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করে আসছে। এমন গোপন সংবাদ পেয়ে ইউএনওর নেতৃত্বে এবং ধানসাগর নৌপুলিশের সহযোগীতায় দিনভর অভিযান চালিয়ে প্রায় ৩৫ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়।

স্য কর্মকর্তা জানান, এইসব জালের ফাঁস খুব ছোট হওয়ায় এতে মাছের পোনা থেকে শুরু করে সব ধরণের মাছ আটকা পড়ে মাছের প্রজন্ম ধবংস হয়ে য়ায়। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও খবর

Sponsered content

Powered by