ময়মনসিংহ

শাহীন ক্যাডেট স্কুল বৃত্তি পরিক্ষায় বৃহত্তর টাংগাইলে প্রথম-নীরব আল রাজ

  প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২৩ , ৭:৪২:২৭ প্রিন্ট সংস্করণ

মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি :

জামালপুরের বকশীগঞ্জ শাহীন ক্যাডেট স্কুলের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে বৃহত্তর টাংগাইলের সকল শাখায় প্রথম স্থান অর্জন করে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে নীরব আল রাজ। নীরব আল রাজ বকশীগঞ্জ উপজেলার আইড়মারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সমাজ সেবক জাকির হোসেনের ছোট ছেলে।
বৃহস্পতিবার(৫ জানুয়ারি) দুপুরে বকশীগঞ্জ উপজেলা মোড়ে শাহীন ক্যাডেট স্কুল প্রাঙ্গনে বৃত্তি ও বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২২ এ বৃহত্তর টাংগাইলের সকল শাখায় প্রথম স্থান অর্জন করায় নীরব আল রাজ কে প্রথম পুরস্কার হিসাবে একটি ল্যাপটপ প্রদান করা হয়।
শাহীন ক্যাডেট স্কুল বৃত্তি ও বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম,বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফরিদুজ্জামান,আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন শাহীন শিক্ষা পরিবারের আব্দুল গফুর ও মুহাম্মদ মাছুদুল আমীন প্রমুখ। এ সময় বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

 

 

আরও খবর

Sponsered content

Powered by