রাজশাহী

শিক্ষা সংলাপ আগামীর বাজেট
অংশীজনের প্রত্যাশা বিষয়ক আলোচনাসভা

  প্রতিনিধি ৬ মার্চ ২০২৩ , ৭:১৪:৫১ প্রিন্ট সংস্করণ

এস.এম আল আমিন,সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে শিক্ষা সংলাপ আগামীর বাজেট অংশীজনের প্রত্যাশা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির হল রুমে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর আয়োজনে শিক্ষা সংলাপ আগামীর বাজেট অংশীজনের প্রত্যাশা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর নির্বাহী পরিচালক মোঃ আলাউদ্দিন খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলার সহকারী কমিশনার ভুমি এস,এম রাকিবুল হাসান। ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর উপপরিচালক (এমএন্ডই)কাজী মাসুদুজ্জামান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মতিয়ার রহমান, সিরাজগঞ্জ প্রতিদিন এর নির্বাহী সম্পাদক ও আ ফ ম মাহবুবুল হক স্মৃতি পাঠাগার এর সভাপতি মোঃ ইসমাইল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ, পরিবর্তন এর রুখসানা খাতুন রুপা, মল্লিকা মহিলা উন্নয়ণ সংস্থার নির্বাহী পরিচালক শিরিন ফেরদৌসি, কোনাবাড়ি সরকারী প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, কেপিইউএস এর নির্বাহী পরিচালক আশরাফুল আলম প্রমূখ। এসময় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর উপ ব্যবস্থাপক (শিক্ষা ও প্রতিবন্ধীতা) শিপন চন্দ্র নাগ, জেলা প্রতিবন্ধী কার্যালয়ের কর্মকর্তা মুকুল হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, বেসরকারী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by