ময়মনসিংহ

শেরপুরের ঝিনাইগাতীতে ঐতিহাসিক কাটাখালি-রাঙ্গামাটিয়া যুদ্ধ দিবস পালিত

  প্রতিনিধি ৬ জুলাই ২০২০ , ৮:০৫:৫০ প্রিন্ট সংস্করণ

শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে ঐতিহাসিক কাটাখালি-রাঙ্গামাটিয়া যুদ্ধ দিবস উপলক্ষ্যে সোমবার সকালে স্বাধীনতা পদকপ্রাপ্ত শহীদ নাজমুল আহসান, তার সহযোদ্ধাসহ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে কাটাখালি সেতু অঙ্গণে নবনির্মিত শহীদ বেদীতে জেলা প্রশাসনের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ। পরে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদসহ উপজেলা আওয়ামী লীগ, উপজেলা কৃষক লীগ, উপজেলা জাসদ, উপজেলা ছাত্রলীগ, শেরপুর প্রেসক্লাব, জনউদ্যোগ শেরপুর, স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা ১৮ বছর’ শেরপুর ও ঝিনাইগাতী শাখা, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন শেরপুর জেলা শাখার নেতৃবৃন্দ পুস্পস্তবক অপর্ণ করে। এসময় ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল­াহেল ওয়ারেজ নাইম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুজ্জামান লেবু, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির, জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদ, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমানসহ মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উলে­খ্য, ১৯৭১ সালের ৫ জুলাই রাতে শেরপুর-ঝিনাইগাতী সড়কের কাটাখালি সেতুতে অপারেশন শেষে ৬ জুলাই ঝিনাইগাতীর রাঙ্গামাটিয়া গ্রামে মুক্তিযোদ্ধাদের সাথে পাক হানাদার বাহিনীর সম্মুখ যুদ্ধ হয়। এতে কোম্পানী কমান্ডার নাজমুল আহসান ও তাঁর পরিবারের ২ সদস্য মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন ও মুক্তিযোদ্ধা আলী হোসেনসহ ১২ জন শহীদ হন।

আরও খবর

Sponsered content

Powered by