শিক্ষা

১৭ অক্টোবর খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

  প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২১ , ৯:১৯:১৯ প্রিন্ট সংস্করণ

Chittagong University Shuttle train

আগামী ১৭ অক্টোবর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) খোলার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি কর্তৃপক্ষ। সিন্ডিকেটের ৫৩৪তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম মনিরুল হাসান।

তিনি বলেন, সিন্ডিকেটে বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে আজ আলোচনা হয়েছে। আমরা এক ডোজ টিকা দেওয়া সাপেক্ষে আগামী ১৭ অক্টোবর থেকে ২০ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের খোলার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি।

আবাসিক হল খোলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু টিকা শতভাগ নিশ্চিত হয়নি সেজন্য কিছুটা সময় নিচ্ছি। আমরা এরই মধ্যে ৪৮ হাজার টিকা চেয়েছি অধিদফতরের কাছে। অন্তত এক ডোজ টিকা গ্রহণ সাপেক্ষে হলে প্রবেশ করবে শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ১৪ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসন ও ক্লাসে পাঠদান শুরু করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও উপাচার্যদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৈঠকে বিশ্ববিদ্যালয় খুলে দিতে স্ব স্ব ক্যাম্পাসে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করে টিকা দেওয়া কার্যক্রম দাবি জানিয়েছেন উপাচার্যরা।

আরও খবর

Sponsered content

Powered by